তুমি গ্রীষ্মের তীব্র কিরণ
তুমি হিমেল সমীরণ,
তুমি চঞ্চলায় চমকানো রাত্রী
তুমি শরতের শুক্ল অম্বুদের উঁকি।
তুমি হিমাংশুর প্রভা
তুমি আগ্নেয়গিরির লরুণ আভা,
তুমি অচেনা পতত্রীর কিচিরমিচির
তুমি নিশাবসানের একফোঁটা শিশির।
তুমি মহীধ্রের নির্ঝর
তুমি জোনাকি ভরা শর্বর,
তুমি অবনীর এক প্রতীতি
তুমি আমার নেত্র দৃষ্টি।
সরিৎ যেমন অম্বুধির সাথে মিলত হয়
আমিও তেমন তোমায়
কল্পনায় এঁকেছি, ভাবনায় পুষেছি, স্বপ্নে সাজিয়েছি।
১৬:১০
৩১/০৩/২০২১ইং
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অনবদ্য বহিঃপ্রকাশ
ভালো লাগলো
loading...
সরিৎ যেমন অম্বুধির সাথে মিলত হয়
আমিও তেমন তোমায়
কল্পনায় এঁকেছি, ভাবনায় পুষেছি, স্বপ্নে সাজিয়েছি।
loading...
দারুণ।
আমিতো মুগ্ধ।
শুভকামনা।
loading...